গণি বেকারিসহ তিন প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:০৮ পূর্বাহ্ণ

উৎপাদিত পণ্যের মোড়কে পরিমাণ ও মূল্য উল্লেখ না করা, মেঝেতে রেখে খাদ্যদ্রব্য মোড়কজাত করা, লেভেলবিহীন ফ্লেভার ব্যবহার, ফ্যাক্টরিতে খোলা ময়লার পাত্র সংরক্ষণ ও উৎপাদিত বেকারিপণ্য চরম অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করায় চকবাজারের গণি বেকারিকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সংস্থাটির চট্টগ্রাম বিভাগ ও জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে গণি বেকারিসহ তিনটি প্রতিষ্ঠানকে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়। বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ্‌ ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান অভিযানে নেতৃত্ব দেন।
অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে খুলশি থানার জিইসি মোড়ের বনজৌরকে খাবার তৈরির উপকরণের সাথে কীটনাশক (ফিনিশ) সংরক্ষণ, খোলা ময়লার পাত্র রাখা ও মেয়াদবিহীন দুধ ফ্রিজে সংরক্ষণ করায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই প্রতিষ্ঠানকে বেশি দামে কোমল পানীয়ের ক্যান বিক্রি করায় জনৈক ক্রেতার অভিযোগের প্রেক্ষিতে ৫ হাজার জরিমানা করা হয়।
এদিকে কোতোয়ালী থানার মোমিন রোডের দস্তগীর হোটেল এন্ড রেস্টুরেন্টকে নোংরা পাত্রে খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণ করায়, উৎপাদিত খাদ্যদ্রব্য খোলা অবস্থায় সংরক্ষণ এবং খাদ্যদ্রব্য সংরক্ষণে ছাপা সংবাদপত্র ব্যবহার করায় ৩০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।

পূর্ববর্তী নিবন্ধজামিনে মুক্ত সাবেক কাউন্সিলর কাদের
পরবর্তী নিবন্ধউখিয়ায় দিনে-দুপুরে বাড়িতে হামলা, নারী শিশুসহ আহত ৩