গণহত্যা দিবসে ফয়েস লেক বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন

| রবিবার , ২৬ মার্চ, ২০২৩ at ৫:২৭ পূর্বাহ্ণ

গণহত্যা দিবস উপলক্ষে গতকাল শনিবার চট্টগ্রাম নগরীর স্মরণে ফয়’স লেক বধ্যভূমিতে শহীদদের স্মরণে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত ১ মিনিটের জন্য প্রতীকি ব্ল্যাকআউট (কেপিআই ও জরুরী স্থাপনা ব্যতীত) ও রাত ১০টা ৩৫ মিনিটে বধ্যভূমিতে আলোক প্রজ্জ্বলন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. আমিনুর রহমান, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ আনোয়ার হোসেন, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, জেলা পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) একেএম সরোয়ার কামালসহ অন্যান্যরা। প্রেস বিজ্ঞপ্তি।