গণরোষে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে

রাউজানের হলদিয়ায় গিয়াস কাদের

| শনিবার , ৩১ আগস্ট, ২০২৪ at ৫:২৪ পূর্বাহ্ণ

বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দীন কাদের চৌধুরী বলেছেন, গত সরকার হত্যা করেছে, গুম করেছে, ফাঁসি দিয়েছে। গণরোষে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তার পিতার মৃত্যু বা হত্যা এদেশে হয়েছে, মাটিও টুঙ্গিপাড়ায় হয়েছে। বিদেশে পালিয়ে গেছে, হয়তো বিদেশেই তার দাফন হবে। কিছুদিনের মধ্যেই তার নাগরিকত্বও হারাবে। নেতাকর্মীদের কথা চিন্তা না করে বিদেশ চলে যাওয়ায় নেতাকর্মীদের মধ্যে তার বিরুদ্ধে ক্ষোভ কাজ করছে বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। গতকাল শুক্রবার রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নে বিএনপি ১নং হলদিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এই মন্তব্য করেন। রাউজান উপজেলা বিএনপি নেতা মুছলেহ্‌ উদ্দীনের সভাপতিত্বে ও মহিউদ্দীন জীবনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ফিরোজ আহম্মদ, নুরুল হুদা চেয়ারম্যান, এস এম ইউসুফ, রেজাউল রহিম আজম, আবুল কাশেম, সৈয়দ কামাল উদ্দীন, হারুনুর রশিদ বাবুল, আজিজুল হক, রফিকুল ইসলাম, ছাবের সুলতান কাজল, নুরুল ইসলাম বাবুল, মাসুদুল আলম, জানে আলম, আহম্মদ মেম্বার, সোলাইমান মেম্বার, জাগের হোসেন, এস এম সোয়াইব, শাহাদাৎ হোসেন চৌধুরী টিপু, করিম উদ্দীন, নুরুল আলম, জসিম উদ্দীন, আবুল বশর, একরাম মিয়া, ইঞ্জিনিয়ার ইলিয়াছ, রাসেল খান, তসলিম উদ্দীন ইমন, ছোটন আজম, নিজাম উদ্দীন চৌধুরী, দুলাল, ইউসুফ, মঈনুদ্দীন বিফুল, ওমর ফারুক, ওসমান গণি রুবেল, মহিউদ্দীন, মঞ্জু, মো. শফি, আব্দুল হালেখ, দিদারুল আলম, ইলিয়াছ, তসলিম উদ্দীন, মো. শফি, শফিউল আজম, মুরাদ, রিপন, গিয়াস উদ্দীন, আব্দুল হালিম, গিয়াস উদ্দীন জোবায়ের, সাহাবু সিকদার, আকবর, মোরশেদ, ফোরকান, হুমায়ূন জহির শুভ, বাবু সহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় শিলক ইউনিয়ন বিএনপির স্মরণসভা
পরবর্তী নিবন্ধশহীদ ওয়াসিমের কবর জিয়ারতে মহানগর বিএনপি নেতৃবৃন্দ