দেশের গণমাধ্যম সংস্কারে কৌশলগত কর্মপরিকল্পনা তুলে ধরেছে ‘মিডিয়া রিসোর্স অ্যান্ড রিসার্চ ইনিশিয়েটিভ’ (এমআরডিআই)। কর্মপরিকল্পনায় গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে তাৎক্ষণিক অগ্রাধিকার ও দীর্ঘমেয়াদি লক্ষ্যের একটি সমন্বিত রূপরেখা দেওয়ার কথা বলছে সংস্থাটি। গতকাল মঙ্গলবার ঢাকার কারওয়ান বাজারে ডেইলি স্টার সেন্টারের আজিমুর রহমান করফারেন্স হলে কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। খবর বিডিনিউজের।
এমআরডিআই বলছে, পাঁচ সদস্যের একটি গ্রুপের নেতৃত্বে পরামর্শনির্ভর, অংশগ্রহণমূলক ও বিস্তৃত প্রক্রিয়ার মাধ্যমে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এর লক্ষ্য হল বাংলাদেশে একটি স্বাধীন, অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক এবং টেকসই সংবাদমাধ্যম ব্যবস্থার পথ সুগম করা। উদ্যোগটি ডেনমার্কভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ‘ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট’ (আইএমএস) এর সহযোগিতায় পরিচালিত একটি প্রকল্পের অংশ।