গণপরিবহনে স্বাস্থ্যবিধি

| রবিবার , ৮ নভেম্বর, ২০২০ at ৪:৪৭ পূর্বাহ্ণ

মুখে মাস্ক পরতে হবে -এই কথাটি খুব গুরত্বসহকারে প্রচার করা হয় সচেতনতা সৃষ্টিতে। পত্র-পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে । মাস্ক পরার প্রয়োজনীয়তা সম্পর্কে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। দুঃখের বিষয় যে এত প্রচারের সত্ত্বেও মানুষ সচেতন হচ্ছে না। গণপরিবহনে অবশ্য মাস্ক পরতে হবে। দেখা যাচ্ছে প্রচুর যাত্রী মাস্ক পরে না। চালক ও হেলপারের অবস্থা একই। করোনা থেকে আমাদের দেশ মুক্ত হয় নি এখনও। অথচ আমরা অবহেলা করছি স্বাস্থ্যবিধি মানতে। নিজে সচেতন না হলে অন্য আর একজন সচেতন হবেন না। মাস্ক পরে বাসে ঊঠতে হবে। এমনিতে বাসে দূরত্ব বজায় থাকে না। এই অবস্থায় যদি মাস্ক পরার বিষয়ে যাত্রীরা সচেতন না হলে নিজেদের ক্ষতি হবে। কারণ করোনা একটি নীরব ঘাতক ব্যাধি। যে কোন সময় যে কেউ এই মহামারীতে আক্রান্ত হতে পারেন। শুধু বাসে নয়, অলিগলিতে টমটমগুলোতে যাত্রীদের মুখে মাস্ক দেখা যায় না। গাদাগাদি করে প্রচুর যাত্রী মুখে মাস্ক ছাড়া টমটমে চলাচল করে। আমরা মনে করি প্রশাসনকে কঠোর হবে এবার। গণপরিবহনে যাত্রীরা মাস্ক পরছে কিনা, চালকও হেলপার মাস্ক পরছে কিনা প্রশাসনের লোকজনকে তা দেখতে হবে সবার স্বার্থে। আবার দেথা যায় অনেক পুলিশও মাস্ক পরে না। অবহেলা মারাত্মকপরিস্থিতি ডেকে আনে। সুতরাং সবকিছুকে অবহেলা নয়। গণপরিবহনে মুখে মাস্ক লাগিয়ে চলাফেরা করা খুবই জরুরি বলে সবার দৃষ্টি আকর্ষণ করছি।
মোহাম্মদ হুমায়ুন কবির, দক্ষিণ মধ্যম হালিশহর চট্টগ্রাম

পূর্ববর্তী নিবন্ধরবীন্দ্র জীবনীকার প্রভাতকুমার মুখোপাধ্যায়
পরবর্তী নিবন্ধআমিও ধর্ম মানি কিন্তু ধর্মান্ধ নই