একটি সুদৃঢ় গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক কর্মী ও সংবাদিকদের মধ্যে সুসম্পর্ক এবং সমন্বয় প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির সহ–সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
তিনি বলেন, সংবাদকর্মীদের সঙ্গে যে কোনো রাজনৈতিক কর্মীর একটি নিবিড় সংযোগ থাকা দরকার। নিজের ভুল–ত্রুটি অনেক সময় নিজে পরিলক্ষিত করতে পারে না। যেটা সাংবাদিকদের মাধ্যমে জানা যায় এবং নিজেকে সংশোধন করা যায়। গতকাল চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল এসব কথা বলেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তার উদ্যোগে চিটাগং ক্লাব লিমিটেডে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
তিনি সাংবদিকদের সহযোগিতা প্রত্যাশা করে বলেন, সবার সহযোগিতা পেলে গণতন্ত্র রক্ষার জন্য, গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য এবং একটি অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন সমাজ গঠনে ক্ষুদ্র কর্মী হিসেবে নিজের অবদানটা আরো সফলভাবে রাখতে পারব। আমার যে রাজনৈতিক পথচলা সেটা খুব অল্প সময়ের। রাজনৈতিকভাবে বা সামগ্রিকভাবে অভিজ্ঞতার প্রচুর ঘাটতি আমার আছে; যে ঘাটতি আপনাদের সহযোগিতায় এতদিন পূরণ করতে পেরেছি। অতীতের মত আপনারা পাশে থেকে, পরামর্শ দিয়ে ও ভুল–ত্রুটি ধরিয়ে দিয়ে গণতন্ত্র রক্ষায় সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন বলে বিশ্বাস করি।
মীর হেলাল বলেন, রাজনীতি করি জনগণের জন্য। বিএনপি জনগণের দল। তাই সব সময় আমরা জনগণের পাশে থাকার চেষ্টা করি। এরপরও আমাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে রাজনীতি করতে গিয়ে। সাংবাদিক সমাজের কাছে আহ্বান জানাবো আমাদের কাজের যৌক্তিক সমালোচনা করবেন, আমরা তা গ্রহণ করবো। আমরা মানুষের মত প্রকাশের স্বাধীনতার জন্য লড়াই করেছি, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারেনি বিগত ১৬ বছর। বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে।