চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, এক দফার দাবি ছিল ফ্যাসিবাদের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার। আমরা ফ্যাসিবাদী শাসনের পতন ঘটাতে পেরেছি। তবে গণতন্ত্র পুনরুদ্ধার এখনো হয়নি। এজন্য আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে। বছরের পর বছর আন্দোলন করতে করতে জুলাই–আগস্টে ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি পরিবর্তন অর্জন করেছি। লড়াইয়ের শেষ পর্যায়ে এ দেশের সচেতন ছাত্রসমাজের ভূমিকাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে স্মরণ করি। কিন্তু এ লড়াইয়ের অর্জন, বিজয় সারা দেশের সব মানুষের। সবার অবদান এখানে আছে।
তিনি গতকাল মঙ্গলবার বিকালে নগরীর পূর্ব বাকলিয়া চৌধুরী ঘাটা এলাকায় পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন। এদেশের জনগণ দীর্ঘ ১৭ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত। জনগণকে তাদের ভোটাধিকার ফেরত দিন, রাষ্ট্রের মালিকানা বুঝিয়ে দিন। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা সংস্কার করবে।
পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ আল ছগিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক আলমগীর নুর। উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সহসভাপতি মো. ইলিয়াছ, বিএনপি নেতা রৌসাংগীর আমিন, আলী মর্তুজা খান, আজিজুল হক মাসুম, আমিন উল্লাহ, আব্বাস আলী, আবুল কালাম আবু, মো. ইউনুস, মো. আলমগীর, কুতুব উদ্দিন রাজু, মাহবুব সিদ্দিকী, মো. টিপু, আবদুল্লাহ আল নোমান, মো. আলম, মো. লিয়াকত, কামরুন নাহার, কোহিনূর আকতার, মনোয়ারা বেগম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।