গণজোয়ারে বুড়িগঙ্গায় তলিয়ে যাবে আওয়ামী লীগ

দক্ষিণ জেলা বিএনপির সভায় নোমান

| বুধবার , ২৫ অক্টোবর, ২০২৩ at ৯:০৫ পূর্বাহ্ণ

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পৃথিবী ছোট হয়ে এসেছে উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, শেখ হাসিনা সরকার ভোট চোর হিসেবে দেশে বিদেশে ব্যাপক পরিচিতি লাভ করেছে। সরকারের পৃথিবী ছোট হয়ে এসেছে। উত্তর দক্ষিণ কিংবা পূর্বপশ্চিম বিশ্বের কোনো দেশ ভোট চোর, দুর্নীতিবাজ ও মানবাধিকার লঙঘনকারী এই সরকারের সাথে সম্পর্ক রাখতে চায় না। ২৮ অক্টোবরের পর সরকার পালানোর পথ খুঁজে পাবে না। জনতার গণজোয়ারে আওয়ামী লীগ বুড়িগঙ্গা নদীতে তলিয়ে যাবে। গতকাল মঙ্গলবার নগরীর দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে শেখ হাসিনার সরকারের পদত্যাগের এক দফা দাবি ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে আগামী ২৮ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিতব্য বিএনপির মহাসমাবেশ সফল করার লক্ষ্যে দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় আবদুল্লাহ আল নোমান প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

আবদুল্লাহ আল নোমান বলেন, বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশের প্রস্তুতি দেখে সরকারের হৃদকম্পন শুরু হয়ে গেছে। সরকার হুংকার ছেড়ে ২৮ অক্টোবরের মহাসমাবেশ বাধাগ্রস্থ করতে চায় কিন্তু তাতে কোনো লাভ হবে না। কারণ ২৮ অক্টোবর ঢাকা শহর থাকবে বিএনপির নেতৃত্বে জনগণের দখলে। মহাসমাবেশে সব ধরনের প্রস্তুতি নিয়ে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক এনামুল হকের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন, অ্যাডভোকেট ফোরকান, আবদুল গাফফার চৌধুরী, কামরুল ইসলাম হোসাইনী, এস এম মামুন মিয়া, লায়ন নাজমুল মোস্তফা আমিন, মুজিবুর রহমান, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, সিরাজুল ইসলাম সওদাগর, মোস্তাফিজুর রহমান, অ্যাড. ফৌজুল আমিন, খোরশেদ আলম, মফজল আহমদ চৌধুরী, নুরুল ইসলাম সওদাগর, জামাল হোসেন, ভিপি মোজাম্মেল হক, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, হুমায়ুন কবির আনসার, মো. রফিক, ইসহাক চৌধুরী, হামিদুল হক মান্নান, অধ্যাপক এহসান মৌলা, নুরুল কবির, মঈনুল আলম ছোটন, সলিম উদ্দীন চৌধুরী খোকন, জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ডা. মহসিন খান তরুণ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দীন চৌধুরী, মোহাম্মদ মহসিন, ইব্রাহিম বিন খলিল, মাস্টার মোহাম্মদ লোকমান, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, গাজী আবু তাহের, মোহাম্মদ ওসমান, ইলিয়াস কাঞ্চন চেয়ারম্যান, হাসান চৌধুরী চেয়ারম্যান, আবুল কালাম আবু চেয়ারম্যান, আবু সেলিম চৌধুরী, শওকত ওসমান, জেলা জাসাসের আহ্বায়ক জসীম উদ্দীন চৌধুরী, সদস্য সচিব নাসির উদ্দীন, জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ, ফাতেমা আক্তার মুন্নি, হাফেজ মৌলানা মো. ফোরকান, হাফেজ জাবের হোসাইন চৌধুরী, শাহজাহান চৌধুরী, মোজাম্মেল হক, হামিদুর রহমান পিয়ারু, আবু আহমেদ, মোহাম্মদ ফিরোজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগ থেকে বাঁচতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে
পরবর্তী নিবন্ধকোনো কিছুই মহাসমাবেশ আটকাতে পারবে না : ফখরুল