গণআন্দোলনে শহীদদের স্মরণে মীরসরাইয়ে সভা

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ নভেম্বর, ২০২৪ at ৭:৪৪ পূর্বাহ্ণ

জুলাই ও আগস্টের ছাত্রজনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা গতকাল বুধবার মীরসরাই উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবিরের সঞ্চালনায় উক্ত সভায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের বিশিষ্ট নজরুল গবেষক ও শিক্ষাবিদ ড. কামাল উদ্দিন। বক্তব্য রাখেন উপজেলার সহকারি কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তি, মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্রনেতা মিনহাজ উদ্দিন, আসাদুজ্জামান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির, পৌর বিএনপির সভাপতি মহিউদ্দিন, মুফতি মহিউদ্দিন, মাওলানা রেদওয়ান, মুজাহিদুল ইসলাম, সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ, এম মাঈন উদ্দিন প্রমুখ।

স্মরণসভার শুরুতে সকল গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে আগামীতে শিক্ষা নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে কমোডিটি ডেরিভেটিভস সার্টিফিকেট ট্রেনিং কোর্স শুরু
পরবর্তী নিবন্ধতামাকুমন্ডি লেইন বণিক সমিতির মাহফিল