জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণঅধিকার পরিষদ দ্বিতীয় ধাপের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। গতকাল বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাধারণ সম্পাদক মো. রাশেদ খান আনুষ্ঠানিকভাবে এ তালিকা ঘোষণা করেন। এ সময় দলের সহ–সভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, হাবিবুর রহমান রিজু ও যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খবর বাসসের।
চট্টগ্রাম বিভাগে যারা মনোনয়ন পেয়েছেন : সাকিব হোসাইন (খাগড়াছড়ি), মো. নিজাম উদ্দিন (চট্টগ্রাম–১), রবিউল হাসান তানজিম (চট্টগ্রাম–২), মাইনুল ইসলাম রুবেল (চট্টগ্রাম–৪), মো. শোয়েব (চট্টগ্রাম–৫), মো. বেলাল উদ্দিন (চট্টগ্রাম–৭), মো. লুৎফর
হায়দার (চট্টগ্রাম–৮), কামরুন নাহার ডলি (চট্টগ্রাম–৯), আরিফ মাহমুদ (চট্টগ্রাম–১০), মুহাম্মদ নেজাম উদ্দিন (চট্টগ্রাম–১১), এমদাদুল হাসান (চট্টগ্রাম–১২), মো. মুজিবুর রহমান চৌং (চট্টগ্রাম–১৩), মো. নাসির উদ্দিন (চট্টগ্রাম–১৫), মো. আবুল বাশার বাদশা (রাঙামাটি–২৯৯) এবং এস. এম. রোকনুজ্জামান খান (কঙবাজার–২)।












