খোলা বাজারে বিক্রির দায়ে দোকান মালিক আটক

ফটিকছড়িতে টিসিবির ১ হাজার ২০ লিটার তেল জব্দ

ফটিকছড়ি প্রতিনিধি  | মঙ্গলবার , ২৬ আগস্ট, ২০২৫ at ৫:১০ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে খোলা বাজারে বিক্রির জন্য মজুদ করা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশটিসিবি’র ১ হাজার ২০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মজুতদার মেসার্স কামাল স্টোরের মালিক মো. ইকবালকে (৩৮) আটক করা হয়। তিনি ধর্মপুর ইউনিয়নের রায়দার বাড়ির খায়রুল বশরের পুত্র। গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

প্রশাসন সূত্র জানায়, খোলা বাজারে বিক্রি নিষিদ্ধ টিসিবির তেল দীর্ঘদিন ধরে মজুদ ও বিক্রি করছিল দোকানটি। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে তেল জব্দ করা হয়। দোকান মালিককে আটক করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। অভিযানে ফটিকছড়ি থানা পুলিশের টিম, নানুপুর ইউনিয়ন পরিষদ ও বাজার পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রির দায়ে দোকান মালিককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধজীবন রক্ষাকারী ওষুধের দাম সরকারকে নির্ধারণ করার নির্দেশ হাই কোর্টের
পরবর্তী নিবন্ধচুরির নাটক সাজিয়ে তিন কিশোরকে পেটায় ৪০ জন