খোকনসোনা

সৈয়দ মাশহুদুল হক | বুধবার , ২৪ জুলাই, ২০২৪ at ৩:৫৭ অপরাহ্ণ

খোকনসোনা লক্ষ্‌মীসোনা

মুখ করো না ভার

কথা দিলাম তোমায় ছেড়ে

দূর যাবো না আর।

চেয়ে দেখ পুব আকাশে

উঠছে রবি লাল

ডাকছে শুনো ময়না টিয়া

দিচ্ছে দোয়েল ফাল।

তাকিয়ে দেখ কাঠবিড়ালি

ঘুরছে লেজ নেড়ে

মিঁয়াও ডেকে বিড়ালছানা

আসছে দেখ তেড়ে।

দুধমাখা ভাত খেয়েদেয়ে

বীরের মতো দাঁড়াও

থেত্‌ থেত্‌ থেত্‌ ধমকে

ওদের দূরে তাড়াও।

ফুল বাগানে বসছে দেখ

প্রজাপতির মেলা

জলদি গিয়ে ওদের সাথে

তুমিও করো খেলা।

খোকনসোনা লক্ষ্‌মীসোনা

থাকলে তুমি চুপ

কেমন জানি হয় ফ্যাঁকাসে

এই পৃথিবীর রূপ।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধরোদ্দুর