খেলোয়াড় কল্যাণ সমিতি ফাইনালে

হাটহাজারীতে শহীদ স্মরণে ফুটবল টুর্নামেন্ট

| রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:১৯ পূর্বাহ্ণ

হাটহাজারী স্পোর্টস ক্লাবের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে হাটহাজারী খেলোয়াড় কল্যাণ সমিতি। গতকাল শনিবার বিকালে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনাল খেলায় তারা ২০ গোলে মির্জাপুর ফুটবল একাডেমি পরাজিত করে। বিজয়ী হাটহাজারী খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষে প্রথম গোলটি করেন আবু সাঈদ। এরপর ২য় গোলটি করেন মো. হাসান। বিজয়ী দলের আবু সাঈদকে ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার দেয়া হয়। হাটহাজারী স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক হোসেন মেহেদির সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুল হালিম। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এম সাখাওয়াত হোসেন শিমুল। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শিমুল নাথ, উত্তর জেলা মুক্তিযোদ্ধা প্রজম্ম দলের সভাপতি মো. আবু সৈয়দ,হাটহাজারী খেলোয়াড় সমিতির প্রচার সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম,ক্রীড়া সংগঠক আবুল বাশার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচকের দায়িত্ব ছেড়ে বিসিবি নির্বাচনে রাজ্জাক
পরবর্তী নিবন্ধনারী ফুটবল দলের এশিয়ান কাপের বিশেষ প্রস্তুতি চট্টগ্রামে