হবিগঞ্জের বাহুবল উপজেলায় ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল খেলা নিয়ে তর্কাতর্কির জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার আদিত্যপুর গ্রামে গতকাল শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে বাহুবল মডেল থানার ওসি রকিবুল ইসলাম খান জানান।
নিহত আব্দুস শহীদ (৫০) ওই গ্রামের দেওয়ান আলীর ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। খবর বিডিনিউজের।
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে ব্রাজিলের খেলা চলাকালীন আব্দুস শহীদের ছেলে আর্জেন্টিনা সমর্থক রুখন মিয়ার সঙ্গে একই গ্রামের টেনু মিয়ার ছেলে ব্রাজিল সমর্থক সজিব মিয়ার বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি হাতাহাতি পর্যন্ত গড়ায়। এক পর্যায়ে স্থানীয়রা বিষয়টি মিমাংসাও করে দেন। সকালে আব্দুস শহীদকে একা পেয়ে প্রতিপক্ষের লোকেরা বেধরক মারধর করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক
তাকে মৃত ঘোষণা করেন।
বাহুবল মডেল থানার ওসি রকিবুল ইসলাম খান জানান, ব্রাজিল আর্জেন্টিনার খেলা নিয়ে বাকবিতণ্ডার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। জড়িদতদের আটকের জন্য অভিযান চলছে।