ঐতিহ্যবাহী আগ্রাবাদ জাম্বুরী মাঠ পুনরায় খেলাধুলার প্রাণকেন্দ্র হয়ে তার ঐতিহ্য ফিরে পেতে যাচ্ছে। চট্টগ্রামের ক্রীড়াবান্ধব মেয়র ডা. শাহাদাত হোসেনের প্রচেষ্টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্ব্বাবধানে আগ্রাবাদ জাম্বুরী মাঠের পশ্চিমে আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের অনুশীলন মাঠের অংশটির সংস্কার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির অর্থায়নে এ সংষ্কার কার্যক্রম চলছে। গতকাল ২৩ আগস্ট শনিবার সকালে আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদ দুলাল, আগ্রাবাদ নওজোয়ান গ্রিনের সভাপতি বিশিষ্ট ফুটবলার এবং জাতীয় ভলিবল খেলোয়াড় ইসমাইল কুতুবী, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ বাবু, সাবেক কৃতি অ্যাথলেট রুহুল আমিন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক সৈয়দ মফিজুর রহমান, আরশাদ উদ্দিন, সাবেক ক্রিকেটার ও চাকসু’র ক্রীড়া সম্পাদক ফেরদৌস বশির, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের কাউন্সিলর এনামুল হক এনাম, সাবেক কৃতি ক্রিকেটার ক্লাবের কাউন্সিলর ওয়াসিম কামাল রাজা, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর রায়হান রুবেল, সাবেক কৃতি ফুটবলার জমির উদ্দিন আহমেদ, জহির উদ্দিন, ক্রীড়া সংগঠক এইচ এম তৌহিদ, সাবেক ক্রিকেটর মশিউর রহমান রাজু, ক্রীড়া সংগঠক নাজিমউদ্দীন সোহাগ, সাবেক ফুটবলার সাংবাদিক মো. রাশেদ এবং জাম্বুরী মাঠ পুনরুদ্ধার কমিটির আহবায়ক ও সাবেক কৃতি ফুটবলার সাজিব বিকাশ বড়ুয়া টুটুল মাঠের সংস্কার কার্যক্রম পরিদর্শন করেন। আগ্রাবাদ নওজোয়ান ক্লাব, গোসাইলডাঙ্গা যুব গোষ্ঠী, ডবলমুরিং ক্লাব, নিমতলা লায়ন্স ক্লাব ও আগ্রাবাদ এলাকার ক্রীড়ামোদীদের পক্ষ থেকে মাঠের সংস্কার কার্যক্রম পরিচালনার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে, অর্থায়নের জন্য ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পরিচালনা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।