খেলাচ্ছলে বিদ্যুতের তারে হাত, দুই শিশুসহ মা আহত

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ at ১২:০৪ অপরাহ্ণ

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মা ও দুই শিশু আহত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেহেরনার বাপের পাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেনওই এলাকার শাহাদাত হোসেনের স্ত্রী নাজমা আক্তার (২৩) এবং তার দুই পুত্র মো. আবদুল্লাহ () ও মো. ইমতিয়াজ ()

স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বসতঘরের ছাদের ওপর যাওয়া বিদ্যুৎ সঞ্চালন লাইনে কোনো কাভার ছিল না। ঘটনার সময় মায়ের সাথে দুই ছেলে ছাদের ওপর ছিলেন। এ সময় শিশু আবদুল্লাহ খেলাচ্ছলে বিদ্যুতের তার স্পর্শ করে। বিষয়টি দেখতে পেয়ে দ্রুত ছেলেকে উদ্ধার করতে গিয়ে মাও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে মা ও দুই ছেলে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। পরে পরিবারের অন্যরা তাদেরকে উদ্ধার চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি১ লোহাগাড়ার পরিচালক এটিএম জাহেদ হোসেন ও ডিজিএম মোহাম্মদ রফিকুল ইসলাম খান। তারা আহতদের চিকিৎসাসেবার খোঁজখবর নেন।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারার জুঁইদন্ডী সিপাহির সড়ক সংস্কারের দাবি
পরবর্তী নিবন্ধজিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) ওরশ উপলক্ষে গাউছিয়া হক ভাণ্ডারী মাদ্রাসায় বিভিন্ন অনুষ্ঠান