খেলাঘর মহানগর কমিটির সভা

| মঙ্গলবার , ২৮ নভেম্বর, ২০২৩ at ১০:৩১ পূর্বাহ্ণ

জাতীয় শিশুকিশোর সংগঠন খেলাঘর মহানগর কমিটির সভা গত শুক্রবার নগরীর সরকারি ন্যাশনাল প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মহানগর কমিটির সভাপতি মুনির হেলালেরর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বসুর সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী রথীন সেন, সাবেক প্রেসিডিয়াম সদস্য আশীষ ধর, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক রোজী সেন, চন্দন পাল, ইকবাল হোসেন, পার্থ প্রতিম নাহা, ইসরাত সুলতানা সুইটি, প্রীতম দাশ, জয়ন্ত রাহা, সদস্য জনার্দন বনিক, অমিত হোড়, প্রকাশ রুদ্র, সাজ্জাদ হোসেন, নিউটন দত্ত, জুলফিকাল আলী মুন্না, লিটন শীল, রবিশংকর সেন ও রাশেদুল ইসলাম বাবু।

্ল্ল্ল্ল্ল্ল্ল্ল্ল্ল্লসভায় বক্তারা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন কর্তৃক ‘খেলাঘর’ সংগঠনকে ‘ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান করায় সিআরআই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং এ পুরস্কার প্রাপ্তিতে খেলাঘরের শিশুকিশোর আন্দোলন আরো গতিশীল হবে বলে মন্তব্য করেন। এছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তারা খেলাঘরের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে চলতি বছরের নভেম্বরের মধ্যে মহানগরের আওতাধীন সকল শাখা আসরের কার্যকরী কমিটির সভা সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদে হেলে পড়া ভবন পরিদর্শনে তদন্ত টিম
পরবর্তী নিবন্ধসুখের সময়েই দুঃখের শুরু হারালেন অনেক কিছু