খেলাঘর চট্টগ্রাম মহানগরের প্রতিনিধি সভা

| মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ৫:১৮ পূর্বাহ্ণ

খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরের প্রতিনিধি সভা গত ২৩ ফেব্রুয়ারি এনায়েত বাজার মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মহানগর কমিটির সহসভাপতি গোপাল কৃষ্ণ লালার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বসুর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ডা. আবু সাঈদ, প্রকৌশলী রথীন সেন, কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য শিশির চক্রবর্তী। আসর প্রতিনিধির পক্ষ থেকে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন আজাদ, বিপ্লব মল্লিক, অধ্যাপক জোাবেদা খানম, সুচিত্রা গুহ টুম্পা, জাহাঙ্গীর আলম, জুলফিকার আলী মুন্না, লিটন শীল, ডা. সুমন তালুকদার, দীপঙ্কর রুদ্র, রবিশংকর সেন নিশান। সভায় বক্তারা বলেন, বাঙালি সংস্কৃতির ধারক ও বাহকের উওরাধিকার খেলাঘর। ৫২এর ভাষা আন্দোলনের চেতনায় উজ্জ্বীবিত হয়ে জাতীয় শিশুকিশোর সংগঠন খেলাঘরের অগ্রযাত্রা সূচিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এদেশের শিশুকিশোরদের সুস্থ সুন্দর ও আনন্দময় শৈশব গঠনের লক্ষ্যে খেলাঘর অতিক্রম করেছে গৌরবের ৭২ বছর। খেলাঘরের মূল লক্ষ্য একটি অসামপ্রদায়িক, বিজ্ঞানমনস্ক ও মানবিকবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলা।সভায় মহানগরের আওতাধীন বিভিন্ন শাখা আসরের কর্মীসংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য,আগামী ৯ মার্চ বিকেল ৩টায় থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশনের পক্ষ থেকে শিশুকিশোর আন্দোলনে ভূমিকা রাখার জন্য খেলাঘরকে জয় বাংলা ইয়ূথ অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এ উপলক্ষে আনন্দ র‌্যালি, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সকলকে উপস্থিত থাকার জন্য খেলাঘর মহানগরের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইপিজেড এলাকায় হাইজিন কিটস বিতরণ
পরবর্তী নিবন্ধধর্মপুর আবেদীয়া প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা