খেঁজুরের দর উঠেছে কেজিতে ৩৮৫ ও মাল্টার ২৪ টাকা

চট্টগ্রাম কাস্টমসে প্রকাশ্য নিলাম, যাচাই বাছাইয়ের পর অনুমোদন

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কাস্টমসে গতকাল প্রকাশ্য নিলামে প্রতি কেজি সর্বোচ্চ দর উঠেছে ৩৮৫ টাকা এবং মাল্টার উঠেছে ২৪ টাকা। তবে কাস্টমস কর্তৃপক্ষ এখনো সর্বোচ্চ দরদাতার অনূকুলে বিক্রয় অনুমোদন দেয়নি।

চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা যায়, গতকাল সকাল ১১টায় চট্টগ্রাম কাস্টমসে ১ কোটি ৮৯ লাখ ৫ হাজার ১১৩ টাকা মূল্যের ২৪ টন খেঁজুর প্রকাশ্য নিলামে সর্বোচ্চ দর উঠেছে ৯২ লাখ ৫০ হাজার টাকা। আগ্রাবাদ এলাকার মাসুম এন্টারপ্রাইজ এই দর হাঁকে। এছাড়া সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত নিলাামে ১ কোটি ৯৬ লাখ ৭৩ হাজার ১৩৩ টাকা মূল্যে ২৫ টন খেঁজুর দর উঠেছে ৭৬ লাখ ২০ হাজার টাকা। নগরীর ফলমণ্ডির হোসাইন ট্রেডিং এই দর হাঁকে। দুপুর ১২ টায় ৯২ লাখ ৩ হাজার ৩২৩ টাকা মূল্যের ৪৯ হাজার ৯২০ কেজি (প্রায় ৫০ টন) মাল্টার সর্বোচ্চ দর উঠেছে ২৩ লাখ ৫৫ হাজর টাকা। এটিরও সর্বোচ্চ দরদাতা হন হোসাইন ট্রেডিং। অপরদিকে দুপুর ১২ টা ১৫ মিনিটে ৪৫ লাখ ৯০ হাজার ৬০০ টাকা মূল্যের ২৪ হাজার ৯০০ কেজি (প্রায় ২৫ টন) মাল্টার সর্বোচ্চ দর উঠে ৬ লাখ ৫ হাজার টাকা।

পাথরঘাটার আশরাফ আলী রোডের মঈন উদ্দিন জাবেদ ট্রেডিং এই দর হাঁকে। ১ কোটি ৯০ লাখ ৮১৪ হাজার ২৬০ টাকা মূল্যের ২৫ হাজার কেজি (২৫ টন) খেুঁজরের সর্বোচ্চ দর উঠে ১ কোটি ১ লাখ ৫৫ হাজার টাকা। আগ্রবাাদ এলাকার মাসুম এন্টরপ্রাইজ এই দর হাঁকে।

জানতে চাইলে চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা সজল কান্তি দাশ বলেন, আমরা পচনশীল পণ্য দ্রুত নিলাম সম্পন্ন লক্ষ্যে প্রকাশ্য নিলাম করছি। আজ (গতকাল) খেঁজুর ও মাল্টার নিলাম সম্পন্ন করেছি। নিলাম কমিটি যাচাই বাছাই করে এখন পণ্যের বিক্রিয় অনুমোদন দিবে।

পূর্ববর্তী নিবন্ধ১৮টি ন্যায্য দাবি মেনে নিয়েছি, কাজে ফিরুন
পরবর্তী নিবন্ধআর অনুপ্রবেশ নয়, রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন করা হবে