নতুন বছর নতুন দিন,
বই পেয়েছি সব রঙিন।
রঙিন বইয়ের পাতাতে
ছড়ারা মন মাতাতে
উঠছে নেচে তা তা থই
অন্তু–লুনা চললি কই ?
আয় ছুটে চল মাঠে যাই,
দল বেঁধে চল ঘাটে যাই।
ঘাটের যত পুঁটিমাছ,
ধিতাং তালে করছে নাচ।
নতুন দিনের মধুর ক্ষণ,
আনন্দে তাই খুশি মন।
মন ছুটে যায় কোন দূরে ?
জানে প্রিয় বন্ধু রে।