খুশির ডানা মেলে

সুব্রত চৌধুরী | বুধবার , ১২ জুন, ২০২৪ at ৮:০৯ পূর্বাহ্ণ

বেলা শেষে সাঁঝ আকাশে

কাস্তে চাঁদের উঁকি,

সবার মনে খুশির ঝর্ণা

সুখের আঁকিবুকি।

হাওয়ায় হাওয়ায় ভেসে আসা

ঈদের খুশির গানে,

খুশির খেয়ায় যায় ভেসে যায়

চাঁদি রাতের বানে।

ঈদের খুশির আলোকছটা

ঘরে ঘরে আজ,

সবার গায়ে পায় যে শোভা

রঙিন জামার সাজ।

ঈদের দিনে সব ভেদাভেদ

দু’পায়েতে ঠেলে,

সাম্যের গানে মাতে সবাই

খুশির ডানা মেলে।

পূর্ববর্তী নিবন্ধখুশির ধুম
পরবর্তী নিবন্ধঈদ মানে