তিন মাসের জন্য বন্ধ করা হলেও যানবাহনের চাপ সামলাতে ছয় দিনের মাথায় খুলে দেয়া হলো বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোড। গতকাল মঙ্গলবার থেকে রাস্তাটি খুলে দেওয়া হয়েছে। তুমুল বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় গত ৯ জুন থেকে বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোড বন্ধ করে দিতে পুলিশ প্রশাসনকে চিঠি দেয় সিডিএ। পুলিশ রাস্তাটি বন্ধ করে দেয়ার সাথে সাথে নগরীর যানজট পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। বিশেষ করে জাকির হোসেন রোড, জিইসি মোড় এবং ষোলশহর দুই নম্বর গেট এলাকায় তীব্র যানজট দেখা দেয়।
এ সময় বায়েজিদ-ফৌজদারহাট লিংক রাডে চলাচলকারী বড় বড় ট্রলিগুলো এশিয়ান হাইওয়ে, জিইসি মোড় এবং জাকির হোসেন রোড দিয়ে চলাচল করলে যানজট পরিস্থিতির অবনতি ঘটে। বাড়তি পুলিশ মোতায়ন করেও পরিস্থিতি সামাল দেয়া সম্ভব হচ্ছিল না। এ অবস্থায় পুলিশ প্রশাসন থেকে রাস্তাটি খুলে দেয়ার ব্যবস্থা করতে সিডিএকে অনুরোধ করা হয়।
সিডিএ বিভিন্ন দিক পরীক্ষা-নিরীক্ষা করে, কোনো কোনো পয়েন্টে চার লেনের স্থলে দুই লেন বন্ধ রেখে রাস্তাটি চালু করার ব্যবস্থা করেছে। নগর পুলিশ জানায়, গতকাল সকাল থেকে রাস্তাটিতে যান চলাচল শুরু হয়। সিডিএর চিফ ইঞ্জিনিয়ার কাজী হাসান বিন শামস বলেন, আমরা রাস্তার মাঝামাঝিতে কিছু সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছি। বৃষ্টির সময় সতর্ক থাকতে চালকদের পরামর্শ দেন তিনি।