নগরীর খুলশী টাউন হলে গতকাল উদ্বোধন করা হয়েছে মধ্য প্রাচ্যের বিখ্যাত পারফিউম আল হারামাইনের শোরুম। এই আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, সাবেক রাষ্ট্রদুত কায়সার রশিদ চৌধুরীর সহধর্মীনি খুরশিদ জাহান রশিদ, ব্যবসায়ী নেতা আল হারামাইন পারফিউম লিঃ এর এক্সিকিউটিভ ডিরেক্টর সৈয়দ সাব্বির আহমেদ, চট্টগ্রামের ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং আল হারামাইন পারফিউম লিঃ এর কর্মকর্তাবৃন্দ। এই আউটলেট উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশে আল হারামাইন পারফিউমের আউটলেট দাঁড়াল ৮টি। সারা বিশ্বে ১০০ টিরও বেশী আউটলেট রয়েছে এই কোম্পানির। উদ্বোধন উপলক্ষে খুলশী আউটলেটে সব ধরনের প্রোডাক্টের উপর তিন দিনের ২০ শতাংশ মূল্য হ্রাস থাকবে। এছাড়াও প্রতিষ্ঠানটির বাংলাদেশ অফিস দেশে আরো আউটলেট খোলার চিন্তাভাবনা করছে। আরহারামাইন পারফিউম লিঃ এর কর্ণধার ও সুগন্ধী জগতের সাড়া জাগানো নাম আফতাবুর রহমান নাসির তার স্বপ্নের বাস্তবায়ন করছে চট্টগ্রামে এই আউটলেট উদ্বোধনের মধ্য দিয়ে। প্রেস বিজ্ঞপ্তি।
        











