খুলশী ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৮ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪৭ পূর্বাহ্ণ

নগরীর খুলশী ক্লাব লিমিটেডে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান গত ১৬ ডিসেম্বর রাতে অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ সাজ্জাদ উল্লাহ। এতে মহান মুক্তিযুদ্ধের গৌরবময় স্মৃতিচারণ করেন আলহাজ্ব মুহাম্মদ শামসুল আলম, ডা. এম এ করিম, বীর মুক্তিযোদ্ধা নুরউন নবী ইমরান, আলহাজ্ব আহমেদুল হক আহাম্মেদ, ইঞ্জিনিয়ার গোলাম সরওয়ার প্রমুখ বক্তব্য রাখেন।

ক্লাবের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজালালের সঞ্চালনায় অনুষ্ঠানে এডভাইজরি কমিটির সদস্য মোহাম্মদ আমির হোসেন, শওকত আলী তালুকদার, আনিসুল আলম, কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, হাসান আকবর, সাইফুল হুদা জাহাঙ্গীর, শহিদুল ইসলাম ভূঁইয়া, মোহাম্মদ নুরুল আবছার, ইঞ্জিনিয়ার মো. সামসু উদ্দিন, প্রফেসর ডা. মুহাম্মদ টিপু সুলতান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী চৌধুরী ও ফখরুল আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয় এবং অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের পর অনুষ্ঠান শেষ হয়।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলীতে সূর্যের হাসি ক্লিনিকে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন উদ্বোধন
পরবর্তী নিবন্ধমাসিক তরজুমানের মানোন্নয়নে করণীয় শীর্ষক আনজুমান ট্রাস্টের মতবিনিময়