খুলশীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

| শুক্রবার , ১০ জানুয়ারি, ২০২৫ at ১০:৫৪ পূর্বাহ্ণ

শীতার্ত দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেছে মার্কেন্টাইল ব্যাংক। গতকাল বৃহস্পতিবার বিকেলে ব্যাংকটির খুলশী শাখা দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে। মার্কেন্টাইল ব্যাংক, খুলশী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মেহেরাব হোসেন খানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর।

বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের গ্রাহক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহজাহান ও বিশিষ্ট ব্যবসায়ী মনজুরুল আলম চৌধুরী। অনুষ্ঠানে ব্যাংকেরসহ ব্যবস্থাপক বিটন পাল, সিনিয়র অফিসার আনোয়ার হোসেন, রাজিবুল হাসান, মোহাম্মদ ইমরান খান, অরনি সরকার, তানজিনা আক্তার, নাঈমা আফরোজ ফাতেহা প্রমুখ উপস্থিত ছিলেন।

অতিথিবৃন্দ মার্কেন্টাইল ব্যাংকের এমন মানবিক কর্মসূচিতে সন্তোষ প্রকাশ করেন এবং সমাজের বিত্তবান ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে এ ধরনের মানবিক কর্মসূচি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটে এক্টিভেশন প্রোগ্রাম অন ডিজিটাল স্কিল ট্রেইনিং
পরবর্তী নিবন্ধসৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) এর ওরশের ১০দিনব্যাপী কর্মসূচি