খুলশীতে দুই রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা

নোংরা পরিবেশ ও বাসি খাবার সংরক্ষণ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ at ৬:৩৫ পূর্বাহ্ণ

নগরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অতনু বড়ুয়া। অভিযানে খুলশী থানাধীন ‘দি গোল্ডেন স্পুন’কে ১ লাখ টাকা ও হান্ডি রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে দি গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে নোংরা ও অপরিষ্কার অবস্থায় রান্না, কাচা ও রান্নাকৃত খাদ্য একই ফ্রিজে সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ সিনথেটিক ফুড কালার মজুদ করার দায়ে জরিমানা করা হয়েছে। অপরদিকে হান্ডি রেস্টুরেন্টকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, বাসি খাদ্য সংরক্ষণ, লেবেলবিহিন ঘি মজুদ করার দায়ে জরিমানা করা হয়।

এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ মুনতাসির মাহমুদ, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইয়াসিনুল হক চৌধুরী, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাপোর্ট স্টাফ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ
পরবর্তী নিবন্ধজুলাই ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস