নগরীর খুলশী থানাধীন ইয়াকুব হাউজিং এলাকায় একটি জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানাটির প্রায় ৬০ লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল ভোর ৪টার দিকে এভারকেয়ার অ্যাগ্রো অ্যান্ড ডেইরি প্রোডাক্ট নামের দোতলা জুস কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
জানা গেছে, আগুন লাগার কারণে দোতলা জুস কারখানাটির পাশের একটি আবাসিক ভবনের কিছু বাসিন্দা ধোঁয়ায় আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক আব্দুল মালেক আজাদীকে বলেন, ভোর চারটার দিকে আগুন লেগেছে। আমাদের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আসে আগুন লাগার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে প্রতিষ্ঠানটির প্রায় ৬০ লাখ টাকার মতো সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। কারখানার যন্ত্রপাতি এবং পণ্য মিলে এ ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন বলেও জানিয়েছে আব্দুল মালেক।