নগরীর খুলশী থানাধীন পূর্ব নাসিরাবাদের গুলশান হাউজিং এলাকায় পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে কাট্টলী সার্কেল ভূমি অফিস। এ সময় জমি চাষ করার নামে পাহাড় কাটার চিত্র দেখা গেছে। অভিযানে পাহাড় কাটা বন্ধ করে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন কাট্রলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি)
ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক। অভিযান বিষয়ে ম্যাজিস্ট্রেট উমর ফারুক আজাদীকে বলেন, খুলশী এলাকার পূর্ব নাসিরাবাদ মৌজার গুলশান হাউজিং এলাকায় পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছি। অভিযানে জমি চাষ করার নামে পাহাড় কাটার প্রমাণ পাওয়া যায়। এ কাজের সাথে জড়িত মুজিবুর রহমান ও ইদ্রিস নামের দুইজনসহ মোট তিনজন। এদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলার প্রস্তুতি চলছে।