নগরীর খুলশী থানাধীন পূবালী মাঠ এলাকার রেল লাইন থেকে ৫২০ পুরিয়া গাঁজাসহ ১ জন খুচরা গাঁজা বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকালে মো. খলিল মিয়া (২৮) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। খলিল মিয়া কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার মাধবপুরের মৃত মাহমুদ মিয়ার সন্তান। গ্রেপ্তারের আগে নগরীর দেওয়ানহাটের সুপারিওয়ালা পাড়ায় বসবাস করে আসছিলেন। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গাজাঁ বিক্রি করার উদ্দেশ্যে মো. খলিল মিয়া রেল লাইনের কাছে অবস্থান করছে এমন খবরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে তাকে ৫২০ পুরিয়া গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান মো. শাহিনুজ্জামান।