চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর খুলশী থানা কমিউনিটি পুলিশিং বিট (নং-৪৭) কমিটির উদ্যোগে কিশোর গ্যাং, সন্ত্রাস ও মাদক বিরোধী বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকালে স্থানীয় তুলাতুলি মাদ্রাসা গেট প্রাঙ্গণে বৈঠকে প্রধান অতিথি ছিলেন খুলশী থানার ওসি শাহিন উজ্জামান শাহিন। কমিউনিটি পুলিশিং বিট কমিটি ও তুলাতলী মহল্লা কমিটির সভাপতি মাহফুজুর রহমান বাবুলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন খুলশী থানা তদন্ত ওসি কবির আহমদ। বক্তব্য রাখেন খুলশী থানার এএসআই জাহাঙ্গীর আলম, আবু হুরায়রা জামে মসজিদের ইমাম মাও. ফরিদ আহমদ, মহিলা মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মাও. আনসারী, শিক্ষক মাও. বশর, মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মো. ফরিদ, সিরাজুল ইসলাম লিটন, মাহবুব উল আলম, আলম মোল্লা, মো. মোরশেদ, আব্দুল খালেক, আনোয়ারা আলম, ওয়ার্ড যুবলীগ নেতা মুরিদুল আলম লিটন, মো. এরশাদ, মো. উজ্জল, শফিকুল ইসলাম শফিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।