খুলনা এবং বরিশালের প্লে অফে যাওয়ার মিশন আজ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:০১ পূর্বাহ্ণ

গত ২০ ফেব্রুয়ারি চট্টগ্রাম পর্ব শেষ হওয়ার পর আবার ঢাকায় ফিরে গেছে বিপিএলের এবারের আসর। লিগ পর্বে শেষ দুটি ম্যাচ সহ প্লে অফ পর্বের ম্যাচ এবং ফাইনাল হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। দুই দিন বিরতির পর আজ অনুষ্ঠিত হবে লিগ পর্বের শেষ দুটি ম্যাচ। যেখানে দুপুর দেড়টায় ফরচুন বরিশাল খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। সন্ধ্যা সাড়ে ছয়টায় খুলনা টাইগার্সের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। ইতোমধ্যেই প্লে অফ পর্ব নিশ্চিত করে ফেলেছে রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পয়েন্ট তালিকার প্রথম দুটি স্থান তাদের। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও জায়গা করে নিয়েছে প্লে অফে। চার নম্বর জায়গাটির জন্য লড়াই করছে খুলনা টাইগার্স এবং ফরচুন বরিশাল। যদিও দুই দলের মধ্যে বরিশাল বেশ এগিয়ে। কারন তাদের সংগ্রহ ১১ ম্যাচে ১২। আর খুলনার সংগ্রহ ১১ ম্যাচে ১০। রান রেটেও বরিশাল এগিয়ে। তবে শেষ ম্যাচটি যেহেতু খুলনা খেলবে সিলেটের বিপক্ষে আর বরিশালের প্রতিপক্ষ কুমিল্লা, সেহেতু ক্ষীণ আশা নিয়ে বসে আছে খুলনা। বরিশাল যদি বড় ব্যাবধানে হারে কুমিল্লার কাছে আর সিলেটকে যদি বড় ব্যবধানে পরাজিত করে খুলনা তখন দুই দলের পয়েণ্ট হয়ে যাবে সমান। তখন নেট রান রেটের হিসেব আসবে। তখন চতুর্থ দল হিসেবে কারা প্লে অফে যাবে সেটা নির্ধারিত হবে রান রেটের ভিত্তিতে। আর যদি দু দলই জিতে তাহলে বরিশাল যাবে প্লে অফে। বিদায় নিতে হবে খুলনাকে।

জয় দিয়ে বিপিএল শুরু করা বরিশাল এরপর হেরেছে টানা তিন ম্যাচ। যদিও পরবর্তীতে আরো পাঁচ ম্যাচে জিতে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে তামিমের দল। তাই প্লে অফে এগিয়ে আছে তারা সেটা বলাই যায়। অপরদিকে টানা চার জয় দিয়ে বিপিএল শুরু করা খুলনা হরে টানা পাঁচ ম্যাচ। পরে এরকটি ম্যাচ জিতে তাদের পয়েন্ট দাঁড়ায় ১১ ম্যাচে ১০। এখন আজকের ম্যাচে নিজেদের জয়ের পাশপাশি বরিশালের বড় পরাজয় কামনা করতে হবে এনামুল হক বিজয়ের দলকে। সিলেট স্ট্রাইকার্স এরই মধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। তাই খুলনার সামনে সুযোগটা কিছুটা হলেও সহজ। অপরদিকে চট্টগ্রামে অনুষ্ঠিত লিগ পর্বের আগের ম্যাচে বরিশাল সুযোগ পেয়েছিল রংপুরকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করার। কিন্তু তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচে সেটা আর হয়ে উঠেনি বরিশালের। আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্লে অপ নিশ্চিত করতে পারে কিনা তামিম ইকবালের সেটাই এখন দেখার। প্রথম দেখায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৪ উইকেটে হেরেছিল ফরচুন বরিশাল।

পূর্ববর্তী নিবন্ধকেডিএস গ্রুপের পৃষ্ঠপোষকতায় সিএমপি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধদারুণ জয়ে শুভ সূচনা চ্যাম্পিয়ন আবাহনীর