চকরিয়ায় সাবেক ছাত্রলীগ নেতা সোহেল রানা হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অব্যাহত রয়েছে। গত দুদিন ধরে ছাত্রলীগসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই কর্মসূচি পালন করে আসছে। গতকাল বিকেলে আয়োজিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে সংগঠনের নেতাকর্মীসহ হাজারো মানুষ অংশ নেয়। এতে বক্তারা বলেন, সোহেল রানা হত্যাকাণ্ড মামলার সকল আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিও জানান তারা। চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ হোসেন বলেন, ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে চলে যায়। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, জমি নিয়ে বিরোধের জের ধরে গত শনিবার রাতে পৌরসভার ভরামুহুরী গ্রামে সন্ত্রাসী হামলায় নিহত হন সোহেল রানা। তিনি সাত নম্বর ওয়ার্ডের পালাকাটা হাসেম মাস্টার পাড়ার রফিক উদ্দিনের একমাত্র পুত্র। বিয়ের মাত্র ২৪ দিনের মাথায় হত্যাকাণ্ডের শিকার হন সোহেল। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে গত সোমবার থানায় হত্যা মামলা করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখসহ ১৫ জনকে আসামি করা হয়েছে।