খুকুর পুতুল

এমরান চৌধুরী | বুধবার , ২ জুলাই, ২০২৫ at ৭:১৩ পূর্বাহ্ণ

খালি খালি কান্না করো যখন তখন

খোঁজ রাখো না সকাল বিকেল নামছে কখন

খেয়ার ঘাটে দেয়ার ডাকে নৌকা থামে

তোমার দেখি নেই বিরতি, সন্ধ্যা নামে।

রাস্তা ঘাটে সাঁতরে চলে হাঁসের সারি

শাপলা শালুক নতুন রূপে সাজায় বাড়ি

ঝিলের বুকে সোনার জলে শইল মাছে

ঘাঁই মেরে সে দেখায় কত সাহস আছে।

উঠোন জোড়া কোমড় সমান পানি পানি

সে পানিতে ভাসছে খুকুর পুতুলখানি

পুঁইয়ের ডগা,কুমড়োলতা, সমান তালে

জলের সাথে খেলায় মাতে হাওয়ার পালে।

বেশ হয়েছে কান্না তোমার এবার থামো

উপর থেকে রৌদ্র নিয়ে নিচে নামো

উঠুক হেসে উঠোন ডোবা রোদের বানে

খুকুর পুতুল আবার নাচুক দেশের গানে।

পূর্ববর্তী নিবন্ধবাতিঘর
পরবর্তী নিবন্ধবিল্টুদের ওয়াশিংমেশিন