খিরাম ও নানুপুর ইউনিয়নে নির্বাচন ৯ মার্চ

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ২৮ জানুয়ারি, ২০২৪ at ৬:২০ পূর্বাহ্ণ

আগামী ৯ মার্চ ভোটের তারিখ রেখে ফটিকছড়ি উপজেলার ১৪ নং নানুপুর ইউনিয়ন পরিষদ এবং ২১নং খিরাম ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

২১ নং খিরাম ইউনিয়ন : খিরাম ইউনিয়ন পরিষদের ১ম নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি। তখন নৌকার মনোনীত প্রার্থী বর্তমান খিরাম ইউপি আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শহিদুল আলমকে মাত্র তিন ভোটে পরাজিত করে প্রথমবারের মত চেয়ারম্যান নির্বাচিত হন মোহাম্মদ সোহরাব হোসেন (স্বতন্ত্র)। তবে এবারের নির্বাচনে দলীয় কোনো প্রতীক না থাকার সম্ভাবনা থাকায় এ ইউনিয়ন নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। আগের দু’জন প্রার্থীর সাথে নতুন প্রার্থী যুক্ত হতে পারেন ফটিকছড়ি প্রবাসী ভিশনের চেয়ারম্যান মোহাম্মদ হাসান। এ তিনজন প্রার্থীই আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত। ১৪ নং নানুপুর ইউনিয়ন : ২০২০ সালের ১১ নভেম্বর নানুপুরে উপ নির্বাচনে নৌকা নিয়ে নির্বাচিত হন এম.শফিউল আজম। তিনি এবারও নির্বাচন করবেন। তিনি বলেন, উপ নির্বাচনের পর আমি মাত্র ৩ বছরের সুযোগ পেয়েছি। এ সময়ের মধ্যে এলজিইডির ২৫ কোটি, জেলা পরিষদের ৬ কোটি, ইউনিয়ন পরিষদ থেকে ৩ কোটি সহ সর্বমোট প্রায় ৩৬ কোটি টাকার উন্নয়ন কাজ করেছি। এরমধ্যে অনেক কাজ চলমান। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নানুপুর বাসী আমাকে আবারো নির্বাচিত করবেন। উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. নুরুন্নবী রওশন বলেন, সিদ্ধান্ত ফাইনাল হয়েছে। আমি এবার নানুপুরে চেয়ারম্যান পদে নির্বাচন করবো। ৩৭ বছর আওয়ামী লীগের রাজনীতির সাথে কাটিয়ে দিয়েছি। তফসিল ঘোষণার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার অরুণ উদয় ত্রিপুরা বলেন, আগামী ৯ মার্চ খিরাম এবং নানুপুরে ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধগাজায় গণহত্যা বন্ধে প্রয়োজনে দক্ষিণ আফ্রিকাকে সমর্থন : হাছান মাহমুদ
পরবর্তী নিবন্ধআজ আপিল করতে আদালতে যাচ্ছেন ইউনূস