খাস জমি থেকে মাটি কাটায় সন্দ্বীপে আটক দুই, লাখ টাকা জরিমানা

সন্দ্বীপ প্রতিনিধি | মঙ্গলবার , ৩১ জানুয়ারি, ২০২৩ at ৩:০০ অপরাহ্ণ

সন্দ্বীপে সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সরকারি খাস জমি থেকে মাটি কাটার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। এসময় তাদেরকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

সরকারি জমি হতে অবৈধভাবে মাটি কাটার দায়ে পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের নুর হোসেন ছেলে মো. মাঈন উদ্দিন (৪৫) এবং মগধরা ৩ নম্বর ওয়ার্ডের তাইজুল ইসলামের ছেলে মো. সাদ্দাম (২২) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন উদ্দিন।

আটককৃতরা জানান আজিমপুরের মিশু নামের স্থানীয় প্রভাবশালীর নেতৃত্বে কাটা হচ্ছে সরকারি খাস জমির এ মাটি।

এসিল্যান্ড মো. মঈন উদ্দিন দৈনিক আজাদীকে জানান, যারাই অবৈধভাবে সরকারি জমি ও খাল থেকে মাটি কাটবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুতের দাম আবারও বাড়লো, ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর
পরবর্তী নিবন্ধদম ফুরিয়ে এখন হাঁটার পথ ধরেছে বিএনপি : তথ্যমন্ত্রী