খালে ময়লা-আবর্জনা ফেললে শাস্তির আওতায় আনা হবে

পোর্ট রোডে ৭ নং খালের ব্রিজ পরিদর্শনকালে মেয়র

| রবিবার , ১০ এপ্রিল, ২০২২ at ৮:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, নগরীর এয়ার পোর্ট রোডটি অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। এ সড়কের কোথাও কোনো সমস্যা হলে জনসাধারণকে খুবই ভোগান্তি পোহাতে হয়। তাই রোডটির উপর সব সময় সজাগ দৃষ্টি রাখতে হবে। যাতে জনগণের ভোগান্তি পোহাতে না হয়। গতকাল শনিবার বিকালে পোর্ট রোডের ৭ নং খালের ব্রিজ পরিদর্শনকালে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলকে নির্দেশনা প্রদানকালে এসব কথা বলেন তিনি। এ সময় মেয়র নগরীর সড়ক ও অলি-গলিগুলোর যেখানে খানা খন্দক আছে তা প্যাঁচ ওয়ার্কের মাধ্যমে আগামী দশ দিনের মধ্যে মেরামত করার জন্য চসিক প্রকৌশল বিভাগকে নির্দেশনা প্রদান করেন।
মেয়র বলেন, কর্ণফুলী নদীর সাথে সংযোগ খাল মাইটাইল্যা খাল, মহেশ খালসহ সব খাল থেকে মাটি ও আবর্জনা তোলার কাজ চলমান রয়েছে। এ মাসের মধ্যেই খালগুলো পরিস্কার করা হয়ে গেলে এই এলাকায় জলজট সমস্যা লাগব হবে। তিনি খাল ও নালা পরিস্কার করার পর কেউ ময়লা-আবর্জনা খাল-নালায় ফেললে তাদেরকে জরিমানাসহ শাস্তির আওতায় আনা হবে বলে হুশিয়ার করেন।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর আবদুল বারেক, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী ফয়সল আহমদ ভুইয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদ্রব্যমূল্য রোধ, বিদ্যুৎ পানি গ্যাস সুবিধা নিশ্চিত করার দাবি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনাশূন্য আরেকটি দিন