ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন পেসার খালেদ আহমেদ। তার ৫ উইকেটের সুবাধে স্বাগতিকরা অলআউট হয়েছে ৪০৮ রানে। ফলে বাংলাদেশের প্রথম ইনিংসের চাইতে ১৭৪ রানে এগিয়ে থাকল স্বাগতিকরা। কাইল মায়ার্সের ১৪৬ রানের উপর ভর করে চারশ পার করে ওয়েস্ট ইন্ডিজ।
আগের দিনের ৫ উইকেটে ৩৪০ রান নিয়ে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় দিন সকালে আরো দুই উইকেট হারায়। তাদর রান যখন ৭ উইকেটে ৩৭৬ তখন বৃষ্টি শুরু হয়। পরে আবার খেলা শুরু হলে ৪০৮ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। মায়ার্সের সেঞ্চুরি ছাড়া বলতে গেলে তেমন উল্লেখ করার মত স্কোর গড়তে পারেনি আর কোন ব্যাটার।
বাংলাদেশের পেসার খালেদ আহমেদ প্রথমবারের মত ক্যারিয়ারে ৫ উইকেট নিয়েছেন। ৩টি উইকেট নিয়েছেন মিরাজ। দুটি শিকার করেছেন শরীফুল। দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ২য় ইনিংসে বাংলাদেশ ৩ উইকেটে ৫০ রান করে। এ সময় শান্ত ১৬ ও লিটন দাস ১২ রানে ব্যাট করছিলেন।