খালেদা-তারেকের দালালি যারা করছেন সোজা হয়ে যান

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান

আজাদী অনলাইন | রবিবার , ৫ সেপ্টেম্বর, ২০২১ at ৭:৪১ অপরাহ্ণ

বিএনপি সমর্থকদের উদ্দেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, খালেদা ও তারেকের দালালি যারা করছেন ভালো হয়ে যান, সোজা হয়ে যান। বেগম জিয়া, তারেক বাংলাদেশের প্রধানমন্ত্রী, এ দুঃস্বপ্ন বাস্তবায়ন হবে না। যারা ওই তালে আছেন তাল ছাইড়া দেন।

আজ রবিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে ডিজিটাল নিউজ রুম ও স্টুডিও উদ্বোধন এবং চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) জন্য বরাদ্দ দেওয়া জায়গা পরিদর্শন অনুষ্ঠানে একথা বলেন তিনি।

এসময় দায়িত্বপূর্ণ ব্যক্তিদের কথা বেশি না বলে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “অযথা বেশি কথা যেন কেউ না বলি, কাজ যেন একটু বেশি করি। আমি যেখানে বসে আছি সেই চেয়ারের নাম কী, সেটা জেনে বুঝে যেন দায়িত্ব পালন করি।” বিডিনিউজ

তিনি বলেন, “আমরা যেন এমন কথা না বলি যাতে প্রধানমন্ত্রী বিব্রত হয়। যার যার চেয়ারে বসে আমরা যেন দায়িত্ব নিয়ে কথা বলি।”

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ‘সোনার মানুষ’ দরকার মন্তব্য করে তিনি বলেন, “বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে আমাদের সোনার মানুষ হতে হবে। আমরা যারা নিজেদের প্রধানমন্ত্রীর সন্তানতুল্য মনে করি, আমরা জীবন দিয়ে চেষ্টা করব বঙ্গবন্ধুর সোনার বাংলা তৈরি করতে।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান শাখার পরিচালক জগদ্বীশ এষ, চট্টগ্রাম কেন্দ্রের ব্যবস্থাপক নিতাই কুমার ভট্টাচার্য্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইসমাইল খান, উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া।

বন্দরনগরীর পাহাড়তলী এলাকায় বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের প্রায় ১০ একর জায়গার মধ্যে এক দশমিক ৩০ একর জায়গা বিএফডিসি’কে বরাদ্দ দিয়েছে সরকার যেখানে স্টুডিও, সিনেপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে।

জায়গাটি পরিদর্শন শেষে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ বলেন, “বাংলা ছবি তৈরি করতে হবে বাঙারির ইতিহাস, ঐতিহ্য ধারণ করে। একাত্তরের সেই মুক্তিসংগ্রামের ছবি- ওরা ১১ জন, এবার তোরা মানুষ হ, সূর্য দীঘল বাড়ি, সারেং বৌয়ের মতো ছবি বানাতে হবে।”

ভবিষ্যত প্রজন্মের কাছে ইতিহাসের সত্য তুলে ধরতে জিয়াউর রহমানের পরিবারের বিচার বাংলার মাটিতে করার কথাও বলেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান।

তিনি বলেন, “আমার দায়িত্ব একটাই, যারা খুনি, বঙ্গবন্ধু পরিবারকে হত্যা করেছে, এ জিয়া পরিবারের বিচার বাংলার মাটিতে করতেই হবে, মরণোত্তর বিচার। আর যারা জীবিত এবং দেশ ধ্বংস করেছিল, এখনও চায়, সেই বেগম জিয়া, তারেক এদের বিচার এ বাংলার মাটিতে হতেই হবে।”

জিয়া নিহত হওয়ায় খালেদা জিয়ার ‘সাধ পূরণ হয়েছে’ বলে মন্তব্য করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, “বেগম জিয়া কি কখনও তার স্বামী হত্যার বিচার চেয়েছে? তার পুত্র লন্ডনে বসে… সে কি বিচার চায়?”

পূর্ববর্তী নিবন্ধকরোনায় দেশে আরও ৭০ মৃত্যু
পরবর্তী নিবন্ধঅটোরিকশাকে বাঁচা‌তে গা‌ছের সা‌থে ধাক্কা খেল ট্রাক