৪০নং ওয়ার্ড বিএনপি : বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৪০নং ওয়ার্ড বিএনপির পক্ষ হতে বৃহস্পতিবার বাদ মাগরিব দোয়া মাহফিল স্টিলমিলস্থ একটি মসজিদে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, ৪০নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী হারুন কোম্পানি ও সাধারণ সম্পাদক হাজী মঞ্জুর কাদের। এছাড়া দোয়া মাহফিলে ৪০নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
বাঁশখালী পৌরসভা ছাত্রদল : বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাঁশখালী পৌরসভা ও সরকারি আলাওল কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে গতকাল শুক্রবার পৌরশহরের রওজাতুল জান্নাত মাদ্রাসা মিলনায়তনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা ছাত্রদল নেতা মো. আবদুস সবুরের সভাপতিত্বে ও সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক এস.এম তৈয়বের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সরকারি আলাওল ডিগ্রী কলেজ ছাত্রদলের আহ্বায়ক তারেকুল ইসলাম তালুকদার, যুগ্ম-আহ্বায়ক আশেক সিকদার, সদস্য সচিব আরমান সিকদার, পৌর ছাত্রদল নেতা মো. আকরাম, রাশেদুল ইসলাম, মাহমুদুল ইসলাম, তারেকুর রহমান, জাহেদুল ইসলাম, ইশতিয়াক মাহমুদ, সাইফুল ইসলাম, কফিল উদ্দিন, রাব্বি, আরাফাত ও ফরিদ প্রমুখ।
মিলাদ ও দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন মাওলানা ফোরকান আজিজী আলক্বাদেরী।
ডিইএব চট্টগ্রাম জেলা : বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) চট্টগ্রাম জেলার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে ডিইএব চট্টগ্রাম জেলা সভাপতি প্রকৌশলী আবদুল্লাহ আল টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী এস এম আহাছানুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ডিইএব চট্টগ্রাম জেলা সিনিয়র সহ সভাপতি প্রকৌশলী আবুল কালাম আজাদ, সহ সভাপতি প্রকৌশলী শওকত আলী জুয়েল, প্রকৌশলী আতিকুর রহমান, প্রকৌশলী সিরাজ সিকদার, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রুবেল আহমদ, অর্থ সম্পাদক প্রকৌশলী বোরহান উদ্দিন, প্রকৌশলী মীর শাহরিয়ার, প্রকৌশলী মনির হোসেন, প্রকৌশলী পারভেজ, প্রকৌশলী আরজু প্রমুখ নেতৃবৃন্দ।