খালেদা জিয়াকে চিকিৎসাসেবা বঞ্চিত করা হয়েছে : খসরু

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৩ জুন, ২০২১ at ১০:১৯ পূর্বাহ্ণ

বেগম খালেদা জিয়াকে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বেগম জিয়া মারাত্মক অসুস্থ। সংবিধানে যেখানে সবার চিকিৎসা নিশ্চিত করতে বলা হয়েছে, সেখানে তাকে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করা হচ্ছে।
জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাসিমন ভবন দলীয় কার্যালয় মাঠে গতকাল চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সামনের সময়গুলো যে কত কঠিন হবে তা এখনই অনুধাবন করা যায়। তবে এটা শুধু বিএনপির সমস্যা নয়, দেশের মানুষের সমস্যা। দেশের এই মুক্তির সংগ্রামে বিএনপির নেতৃত্বে জাতিকে এগিয়ে আসতে হবে।
সভায় সভাপতিত্ব করেন নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান। সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, বরকত উল্লাহ বুলু, শিক্ষাবিদ আবদুল লতিফ মাসুম, নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূইয়া জুয়েল।
আমীর খসরু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জেনারেল ছিলেন। কিন্তু জনগণের সমর্থন নিয়ে তিনি রাজনীতিবিদ হয়েছেন। তিনি রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংস্কারক ছিলেন। বিশ্বের কয়েকজন সংস্কারকের মধ্যে তিনি ছিলেন অন্যতম। তিনি বলেন, জিয়াউর রহমান শুধু বাংলাদেশের নেতা নন। বিগত দিনে বিশ্বে হাতেগোনা যে কয়জন নেতা ছিলেন তিনি তাদের মধ্যে অন্যতম। জিয়াউর রহমানকে বাংলাদেশের নেতৃত্বের কোনো প্রতিযোগিতায় আনার প্রয়োজনীয়তা নাই। কারণ তিনি দেশের স্বাধীনতা আন্দোলনে হানাদারদের বিরুদ্ধে প্রথমে বিদ্রোহ করেছিলেন। দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। দেশের অভ্যন্তরে থেকে সরাসরি সম্মুখযুদ্ধে অংশ নিয়েছেন। সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। তিনি ছিলেন ওয়ার হিরো।
অন্যদের মধ্যে বক্তব্য দেন রফিকুল ইসলাম, তোফাজ্জল হোসেন, আসাদুজ্জামান দিদার, মোহাম্মদ ইউসুফ, কাজী খাইরুল আলম দিপু, হারুন আল রশিদ, মাঈনুদ্দিন রাশেদ, এন আই চৌধুরী মাসুম, হারুনুর রশিদ, জিয়াউর রহমান জিয়া, সিরাজুল ইসলাম ভূঁইয়া, আকতার হোসেন, হাসান মাহমুদ, আব্দুল মান্নান আলমগীর, মনির হোসেন, শাহাদাত হোসেন সোহাগ, জাকির হোসেন, আব্দুল মান্নান, মো. হাসান, মফিজ উদ্দিন সুমন, মো. আলমগীর, মো. ইসহাক খান, মো. লিটন, মো. সেলিম, সাইফুল আলম দিপু, ইকবাল হোসেন রুবেল, রবিউল ইসলাম, শাহাজাহান বাদশা, লুৎফর রহমান জুয়েল, নুর হোসেন, মো. জাহিদুল ইসলাম, আকতার হোসেন, মো. পারভেজ, মো. বাকের হোসেন, জাকির হোসেন মিশু ও সাজ্জাদ হোসেন খাঁন।

পূর্ববর্তী নিবন্ধসাড়ে ৬ লাখ টাকা বকেয়া পৌরকর ও ট্রেড লাইসেন্স ফি আদায়
পরবর্তী নিবন্ধমোমেনের সঙ্গে ভুল বোঝাবুঝি বড় কিছু নয় : মান্নান