খালেদা জিয়ার নিরাপত্তায় পুলিশ এসকর্ট দেওয়ার নির্দেশ

| বুধবার , ১৪ আগস্ট, ২০২৪ at ৭:০০ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় পুলিশ এসকর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন একান্ত সচিব এ বি এম আব্দুল সাত্তারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। খবর বাংলানিউজের।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া কারান্তরীণ হন। এরপর ওই বছরের ১৮ এপ্রিল গুলশানের বাসা ফিরোজার সামনে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধপুরোদমে ৯৯৯ সেবা চালু
পরবর্তী নিবন্ধপলক ও তার স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ