খালেদার সুস্থতা কামনা মোদীর, দিতে চান সব সহযোগিতা

| মঙ্গলবার , ২ ডিসেম্বর, ২০২৫ at ৪:৪৭ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল সোমবার সন্ধ্যায় এক্সে এক পোস্টে তিনি বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জেনে আমি গভীরভাবে উদ্বিগ্ন, যিনি দীর্ঘদিন বাংলাদেশের জনজীবনে অবদান রেখেছেন। তার দ্রুত আরোগ্য লাভের জন্য আমাদের প্রার্থনা ও শুভকামনা। যেকোনোভাবে পারি, সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে ভারত প্রস্তুত।’ খবর বিডিনিউজের।

৭৯ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ দিন থেকে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। বর্তমানে ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পূর্ববর্তী নিবন্ধঈদগাঁওয়ে কিশোরীকে অপহরণের পর মুক্তিপণ আদায়, যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধ১২০০ পর্যটক নিয়ে সেন্টমার্টিন গেল তিন জাহাজ