সীতাকুণ্ড পৌরসদরে খামার বাড়ি দখল করতে এসে প্রায় ৫০টি গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। গতকাল শনিবার সকাল ৮টার দিকে সীতাকুণ্ড পৌরসদরের ফকিরহাট ইকোপার্ক এলাকায় শহিদুল ইসলাম বাবুলের গরুর খামারের পাশে রোপণকৃত গাছ কেটে দেয়া হয়। একই সাথে তাঁর দুইটি গরুর খামারও সম্পূর্ণ ভেঙে দেয়া হয়। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দিয়েছেন।
শহিদুল ইসলাম বাবুল বলেন, দীর্ঘদিন ধরে পৌরসদরের ফকিরহাট ইকোপার্ক এলাকায় প্রায় ৬০শতক জমির উপর বিশালাকার দুইটি গরুর খামার ও একটি মুরগির খামার নির্মাণ করেছি। খামারের চারপাশে গর্জন, সেগুন, আকাশি, গামারি, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির শতাধিক মূল্যবান গাছ রোপণ করেছি। গাছগুলো বেশ বড় হয়েছে। শনিবার সকালে পাশের গ্রামের শফিউল আলম ও মো. সোহেল লোকজন নিয়ে আমাদের জমি দখল করতে আসেন। ওই সময় তারা গর্জন, সেগুন, আকাশি, গামারি, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির প্রায়
অর্ধ শতাধিক মূল্যবান গাছ কেটে ফেলেন এবং গরুর খামার ভেঙে দিয়ে ক্ষতি করেন। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন শহিদুল।
এ ব্যাপারে অভিযুক্ত শফিউল আলম বলেন, জায়গাটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গাছসহ জায়গাটি আমরা কিনে নিয়েছি। বর্তমান দখলদারদের কয়েক দফা দখল ছেড়ে দেয়ার জন্য বলা হলেও দখল না ছাড়ায় আমরা বাধ্য হয়ে গাছগুলো কেটে দিয়েছি।
এ ব্যাপারে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, গাছগুলো কেটে নেয়ার অভিযোগে পুলিশ পাঠিয়ে গাছ কাটা বন্ধ করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।