খানখানাবাদে সিপিপির দুর্যোগ মহড়ার পুরস্কার বিতরণ

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৩৫ পূর্বাহ্ণ

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) বাঁশখালীর খানখানাবাদ ইউনিট টিম লিডার, ফায়ার সার্ভিস দল ও শিক্ষার্থীদের অংশ গ্রহনে দুর্যোগ কালীন মহড়া ও পুরস্কার বিতরণ গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে দুর্যোগ কালীন মহড়া শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সিপিপি সহকারি পরিচালক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার। অতিথি ছিলেন সিপিপির উপজেলা টিম লিড়ার মো. ছগীর, সিপিপির উপজেলা স্বেচ্ছাসেবক সমন্বয়কারী কল্যাণ বড়ুয়া, শিক্ষক রফিকুল ইসলাম, মো. জামাল মিঞা, ইউপি সদস্য ফরিদা আকতার, আনোয়ারুল ইসলাম, জয়নাল আবেদীন, মো. শহীদুল ইসলাম সিকদার, দিদারুল আলম, লিয়াকত আলী, হারুনুর রশিদ, নুরুল হক, রুহুল আমিন, কামরুল ইসলাম, শহীদ উল্লাহ, আজিজ আহমদ সিকদার, রমিজুল ইসলাম, মিঠুু কুমার দাশ, শিক্ষক হাজী সালে আহমদ, বেলাল হোছাইন চৌধুরী প্রমুখ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, উপকুলীয় ইউনিয়নের একটি হল খানখানাবাদ। এখানকার জনগন সব সময় দুর্যোগের শিকার হয়ে আসছে।

কিন্ত বর্তমানে স্থায়ী বেড়িবাঁধ হওয়ার ফলে জনগন অনেক বিপদমুক্ত। জনগনের দুর্যোগের ব্যাপারে ব্যাপক ধারনা থাকা প্রয়োজন। এদিকে দুর্যোগ কালীন মহড়া শেষে মহড়ায় অংশ নেওয়া সবাইকে পুরস্কৃত করা হয়। উল্লেখ্য বাঁশখালীর ১০টি ইউনিয়নে ৭১টি ইউনিটে ১৪২০ জন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি স্বেচ্ছাসেবক রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমাদারবাড়ী শোভনীয়া ক্লাবের শিক্ষা ও চিকিৎসা সহযোগিতা প্রদান
পরবর্তী নিবন্ধচন্দনাইশে বিট পুলিশিং সমাবেশ