খাদ্য সহায়তা পেল ২১ পরিবার

৩৩৩ নম্বরে কল

বোয়ালখালী প্রতিনিধি | সোমবার , ৫ জুলাই, ২০২১ at ৭:০৭ পূর্বাহ্ণ

খাদ্য সহায়তা চেয়ে ‘৩৩৩’ -এ কল দিয়ে বোয়ালখালী উপজেলায় ২১ পরিবার পেয়েছে খাদ্য সামগ্রী। গতকাল রোববার দুপুরে উপজেলা প্রশাসন উপজেলা কড়লডেঙ্গা ইউনিয়নের ১৭ পরিবার ও আমুচিয়া ইউনিয়নের ৪ পরিবারের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ ও ১ কেজি পেঁয়াজ বিতরণ করেন। এছাড়া দরিদ্র আরো ৯ পরিবারকে খাদ্য সহায়তা দেয় উপজেলা প্রশাসন। এ খাদ্য সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, উপজেলা কৃষি অফিসার মো. আতিক উল্লাহ, ইউপি চেয়ারম্যান মো. হামিদুল হক মান্নান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, করোনা পরিস্থিতিতে সচেতনতা বাড়াতে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হচ্ছে। ‘৩৩৩’ এ কল করে খাদ্য সহায়তা চাওয়ায় ২১ পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধযেভাবে প্রভাবিত চল্লিশ হাজার শিক্ষার্থীর জীবন
পরবর্তী নিবন্ধডা. আফছারুল আমীন এমপির পক্ষে টিআর প্রকল্পের চেক বিতরণ