দেশে খাদ্য সংকট হবে না বলে আশ্বস্ত করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। গতকাল শনিবার দুপুরে নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি অনুষ্ঠানে তিনি বলেন, সরকারি গুদামে যে খাদ্য মজুত থাকার কথা, তার দ্বিগুণ পরিমাণ খাদ্য আছে এবং এলসির মাধ্যমে আরও খাদ্য বিদেশ থেকে আমদানি করা হচ্ছে। এ অবস্থায় দেশে কোনো খাদ্য সংকট হবে না। খবর বিডিনিউজের।
তিনি জানান, প্রায় ১৮ লাখ টন চাল সরকারি গুদামে মজুত আছে। পাশাপাশি সরকারি ও বেসরকারিভাবে আমদানি করা হচ্ছে। এর সঙ্গে ১৫ থেকে ২০ দিনের মধ্যেই যোগ হবে নতুন আমনের ফলন।
সব মিলিয়ে দেশে ‘খাদ্য সংকটের কোনো শঙ্কা নেই’ বলে তিনি আশ্বস্ত করেন। খাদ্য নিয়ে অযথা কেউ যাতে গুজব ছড়াতে না পারে সে দিকে ব্যবসায়ীসহ সকলকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।