খাদ্যের সন্ধ্যানে লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান লাকড়ি পাড়া এলাকায় বনাঞ্চল থেকে লোকালয়ে ঢুকে পড়েছে বন্যহাতি। ক্ষতিসাধন না করলেও জনমনে ছড়িয়ে পড়েছে ভীতি।
বুধবার (১০ জানুয়ারি) সকাল ৮টায় খাদ্যের সন্ধানে বনাঞ্চল থেকে লোকালয়ে ঢুকে পড়ে বাচ্চাসহ ২টি বন্যহাতির দল। কৃষকসহ সাধারণ মানুষের কোনো প্রকার ক্ষতিসাধন না করলেও সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা রিপোর্ট লিখা পর্যন্ত বন্যহাতি দুটি ওই স্থানে অবস্থান করছে।
খবর পেয়ে পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ, ডলুবিট কর্মকর্তা আশরাফুল ইসলাম, ফরেস্টার মোঃ আবু সৈয়দসহ বনকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি ফোন না ধরায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
জানতে চাইলে পুটিবিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক দৈনিক আজাদীকে বলেন, খাদ্যের সন্ধানে বনাঞ্চল থেকে বাচ্চাসহ ২টি বন্যহাতির দল লোকালয়ে ঢুকে পড়লেও এখন পর্যন্ত কোন ধরনের ক্ষয়ক্ষতির খবর পাইনি।











