খাতুনগঞ্জের ব্যবসায়ীকে ২০ কোটি টাকা জরিমানা এক বছরের সাজা

চেক প্রতারণা মামলা

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৩ মার্চ, ২০২২ at ৯:১৩ পূর্বাহ্ণ

বাদশা শিল্প গোষ্ঠীর কর্ণধার মোহাম্মদ ইছা বাদশা প্রকাশ মহসিনকে চেক প্রতারণা মামলায় ২০ কোটি টাকা জরিমানা ও ১ এক বছরের সাজা প্রদান করেছে আদালত। গতকাল মঙ্গলবার ৭ম যুগ্ম মহানগর দায়রা জজ মো. শহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্র জানায়, বাদশা শিল্পগোষ্ঠীর অন্যতম মালিক মোহাম্মদ ইছা বাদশা প্রকাশ মহসিন শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড খাতুনগঞ্জ শাখা থেকে মেসার্স ঝুমা এন্টারপ্রাইজের নামে ঋণ সুবিধা ভোগ করেন। কিন্তু নির্দিষ্ট সময়ে ঋণের টাকা পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ বারবার মৌখিক এবং লিখিতভাবে টাকা পরিশোধের অনুরোধ করে। আসামি ব্যাংকের টাকা পরিশোধের জন্য ২০১৯ সালের ১৬ জুন ২০ কোটি টাকার একটি চেক প্রদান করেন। ব্যাংক ঋণের টাকা সমন্বয় করতে উক্ত চেকটি নগদায়নের জন্য জমা করলে সেটি ডিজঅনার হয়ে ফেরত আসে। এ বিষয়ে ২০১৯ সালের ২৪ জুন বাদী পক্ষের আইনজীবী ৩০ দিনের মধ্যে টাকা পরিশোধের জন্য আসামিকে লিগ্যাল নোটিশ প্রদান করেন। কিন্তু নোটিশ পেয়েও আসামি কোনো ধরনের পদক্ষেপ নেননি। অবশেষে ২০১৯ সালের ২১ আগস্ট আসামির বিরুদ্ধে চেক প্রতারণার মামলা রুজু করা হয়। শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড খাতুনগঞ্জ শাখার দায়েরকৃত উক্ত মামলা প্রমাণিত হওয়ায় আদালত আসামি মোহাম্মদ ইছা বাদশা প্রকাশ মহসিনকে এক বছরের কারাদণ্ড এবং ২০ কোটি টাকা জরিমানার রায় প্রদান করেন।
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আলী আজগর চৌধুরী এবং অ্যাডভোকেট আমান আকবর চৌধুরী। অ্যাডভোকেট আমান আকবর চৌধুরী গতকাল দৈনিক আজাদীকে রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন। উল্লেখ্য, সম্প্রতি একই আসামির বিরুদ্ধে একই ব্যাংকের আরও একটি চেক প্রতারণার মামলায় এক বছরের সাজা হয়।

পূর্ববর্তী নিবন্ধটেরীবাজার ব্যবসায়ী সমিতির মতবিনিময়
পরবর্তী নিবন্ধদ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনার আহ্বান