রেয়াজউদ্দিন বাজার তামাকুমন্ডি লেইনস্থ খাজা দস্তগীর মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ গত বৃহস্পতিবার রাতে তামাকুমন্ডি লেইন ব্যবসায়ী কল্যাণ সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
তামাকুমন্ডি লেইন ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব আবদুল মোতালেব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আলকরণ ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম মাসুম, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো. ইকবাল শরীফ, তামাকুমন্ডি লেইন ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আহমদ কবির দুলাল, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সরোয়ার কামাল, মোজাম্মেল হক ও এডভোকেট মোরশেদ আলম চৌধুরী।
প্রধান অতিথি বলেন, ব্যবসায়ীদের ঐক্যের কোন বিকল্প নেই।
তিনি বলেন শুধুমাত্র ব্যবসা নয় জনগণের সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিগণ নবনির্বাচিত কর্মকর্তাদের সম্মাননা স্মারক দিয়ে বরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।