খাগড়াছড়ি জেলায় ব্লাড ব্যাংক না থাকায় ভোগান্তি

সমির মল্লিক, খাগড়াছড়ি | শনিবার , ৩০ আগস্ট, ২০২৫ at ৬:০৯ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির ৪২টি সরকারি ও বেসরকারি হাসপাতালে নেই কোনো ব্লাড ব্যাংক। এতে জরুরি রক্তের প্রয়োজনে ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনরা। বিভিন্ন দুর্ঘটনা, প্রসূতি রোগী, জরুরি অস্ত্রোপাচার বা থ্যালাসেমিয়া রোগীর জন্য জরুরি প্রয়োজনে রক্ত না পাওয়ায় বাড়ছে মৃত্যু ঝুঁকি। রক্ত সংরক্ষণে জরুরি ভিত্তিতে ব্ল্যাড ব্যাংক স্থাপনের দাবি স্থানীয়দের।

খাগড়াছড়িতে প্রায় সাত লাখ মানুষের বসবাস। জেলায় আধুনিক জেলা সদরসহ সরকারিবেসরকারি হাসপাতাল থাকলেও নেই কোন ব্লাড ব্যাংক। রক্ত সংরক্ষণের রেফ্রিজারেটর না থাকায় সময় মতো রক্ত পাচ্ছে না চিকিৎসা নিতে আসা রোগী। সময় মতো রক্ত না পাওয়ায় মৃত্যুর ঘটনাও ঘটছে।

খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা মরিয়ম বেগম, মেহেদী হাসান বলেন, আমাদের এতো বড় জেলা, অথচ ব্লাড ব্যাংক নেই। এ কারণে আমাদের রোগীরা ভোগান্তিতে পড়ছে। আমাদের দাবি এখানে দ্রুত একটা ব্ল্যাড ব্যাংক স্থাপন করতে হবে। ঠিকমতো রক্ত না পাওয়ায় আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। খাগড়াছড়ি ছাড়াও রাঙামাটির লংগদু ও বাঘাইছড়ির উপজেলার অধিকাংশ মানুষ খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে সেবা নিতে আসে। বিশেষত রাতের বেলায় বিভিন্ন দুঘর্টনা আসা রোগীদের জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হলেও শেষ মুর্হূতে রক্ত দেয়া যায় না। রক্ত সংরক্ষণের জন্য রেফ্রিজারেটর চেয়ে কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়ে আশ্বাস পেলেও তা এখনো কার্যকর হয়নি।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রিপল বাপ্পী চাকমা বলেন, আমাদের এখানে প্রত্যন্ত এলাকার রোগীরা সেবা নিতে আসে। বিভিন্ন দুর্ঘটনায় আসা রোগীদের জরুরি রক্তের প্রয়োজন হলেও আমাদের কাছে তা সংরক্ষণ থাকে না। গভীর রাতে কোন রোগী আসলে সেবা দিতে পারি না। আমরা কৃর্তপক্ষকে জানিয়ে চিঠি দিলেও বরাদ্দ পায়নি।

খাগড়াছড়ি থেকে ঢাকা বা চট্টগ্রামের দূরত্ব বেশি হওয়ায় গুরুতর আহত বা অসুস্থ রোগীকে দ্রুত স্থানান্তর করা যায় না। দুর্গম ও প্রান্তিক এলাকার প্রসূতি রোগী, দুর্ঘটনায় আহত মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে জরুরি রক্তের সংস্থানে ব্লাড ব্যংাক স্থাপনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা কথা জানিয়ে খাগড়াছড়ি রেডক্রিসেট সোসাইটির সেক্রেটারি মোশারফ হোসেন বলেন, ব্ল্যাড ব্যাংক না থাকার কারণে প্রত্যন্ত এলাকার মানুষ সেবা পাচ্ছে না। রেডক্রিসেট সোসাইটির উদ্যোগে আমরা একটি ব্লাড ব্যাংক করার চিন্তা ভাবনা নিয়েছি। জেলা প্রশাসনসহ আমরা এ ব্যাপারে বিভিন্ন সংস্থার সহযোগিতা চাইছি। রক্তের সঠিক ব্যবস্থাপনায় খাগড়াছড়িতে জরুরি ভিত্তিতে একটি কার্যকরী ব্লাড ব্যাংক স্থাপিত হলে অনেক রোগীর জীবন রক্ষা পাবে।

পূর্ববর্তী নিবন্ধঅর্থ ও পেশীশক্তির রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে : তাসনিম জারা
পরবর্তী নিবন্ধহাতি রক্ষায় অভয়ারণ্যের করিডোরে বসছে সেন্সরযুক্ত রোবটিক ক্যামেরা